“২০১৯ সালের নির্বাচনেও পরাজিত হবেন খালেদা”

পৌর নির্বাচনের মতো ২০১৯ সালের নির্বাচনেও খালেদা জিয়া পরাজিত হবেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

মঙ্গলবার বিকেলে ধানমন্ডির রাসেল স্কয়ারে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, বেগম খালেদা জিয়া বার বার পরাজিত হয়েছেন। ২০১৯ সালের নির্বাচনেও পরাজিত হবেন।

সমাবেশে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। সমাবেশে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম,বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান প্রমুখ।

সমাবেশকে কেন্দ্র করে রাসেল স্কয়ারের আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও র‌্যাব সদস্য মোতায়েন করা হয়। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সমাবেশস্থলের কাছে জলকামান প্রস্তুত রাখা হয়।



মন্তব্য চালু নেই