মেহজাবিনের ঈদ উদযাপন (দেখুন ছবিতে)
তারকাদেরকে ঘিরে আমাদের আগ্রহের কমতি থাকে না কোনো সময়েই। কোন তারকা কীভাবে ঈদ করেছেন সেটা জানার জন্য ভক্তরা চোখ রাখেন তারকাদের ফেসবুক প্রোফাইলে। বিশেষ করে তারকা মেহজাবিনের ভক্তরা সবসময়ের মতোই এই ঈদেও ব্যকুল হয়ে ছিলেন তার ঈদ কেমন কাটলো সেটা দেখার জন্য। কী করেছেন এই সুন্দরী মডেল ও অভিনেত্রী ঈদের কয়েকটি দিন? একনজরে দেখে নিন ছবিগুলো।
ঈদের মনোমুগ্ধকর পোশাকে মেহেজাবিন চৌধুরী। সেই সাথে আছে একটি মিষ্টি সেলফিও।
ঈদের সাজে প্রাণখোলা হাসি দিয়ে ছবি তুললেন মেহজাবিন। মিষ্টি এই ভুবন ভোলানো হাসি যেই কারো মন কেড়ে নিতে পারে নিমিষেই।
শাড়িতেই বাঙালি নারীর আসল সৌন্দর্য লুকিয়ে থাকে। এই কথাটিকে আবারও সত্য প্রমাণিত করলেন মেহজাবিন। শাড়িতে বেশ স্নিগ্ধ সুন্দর দেখাচ্ছে তাকে।
মেহজাবিনের বাসায় ঈদের দিনের খাবারের আয়োজনের ছবি। নানান রকমের মজার মজার খাবার রাখা আছে টেবিলে।
মন্তব্য চালু নেই