‘কখনোই হাল ছাড়িনি’
গত মৌসুমটা ‘দুর্দান্ত কেটেছে’ তা নিজের মুখেই স্বীকার করলেন ভারতের ব্যাডমিন্টন তারকা সাইনা নেহাল। আসলেও তো তাই! দুটি স্বর্ণপদক, তিনটি রৌপ্য। সেইসঙ্গে র্যাংকিংয়ের শীর্ষস্থান। অসামান্য এক মৌসুমই তো পার করছেন তিনি।
অথচ এর আগের সময়টা খুবই বাজে ছিল তার। একটা সময় চোট আর অফফর্মে ভুগে খেলা ছাড়বেন বলেও ঠিক করেছিলেন এই সাইনাই। সেখান থেকে ব্যাডমিন্টনে র্যাংকিংয়ের শীর্ষে। এক নিঃশ্বাসেই সাইনা বলতে শুরু করলেন, ‘ভাগ্য বলতে পারেন। যেটা লেখা থাকবে সেটাই হবে। প্রকৃতপক্ষে কখনোই হাল ছাড়িনি। কোচ বিমল কুমার আর পরিবারের সাহায্য পেয়েছি।’
এসময় তিনি আরও বলেন, ‘গত বছরেই প্রথম ভারতীয় মহিলা হিসেবে অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ও ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে পদক জয় লাভ করি। পাশে রাখব ইন্ডিয়ান ওপেনে সোনা জয়। তাছাড়া ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের বিচারে সেরা মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড়ের সম্মানটাও ভুলে যাব না।’ এর সঙ্গে যোগ করেন, ‘ক্যারোলিন মারিনকেও হারিয়েছি। বলতে পারেন এটাই কেরিয়ারের সেরা বছর হয়ে থাকবে।’
মন্তব্য চালু নেই