বলিউড তারাদের ষোল! (দেখুন ছবিতে)

প্রতি বছরের মত এবারো আনন্দ উল্লাসে নেচে গেয়ে, হৈ হুল্লুড়ের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানালেন বিশ্বের মানুষ। সাধারণ মানুষের মত ‘থার্টি ফার্স্ট’ এর দিবাগত রাতেই নতুন বছরের শেষদিনটিকে ঘিরে পেশাগত কাজ থেকে বের হয়ে উল্লাসে মেতে উঠেন তারকারা। বলিউডের নামিদামি তারকারা এদিনটিকে নিজেদের মত করেই উদযাপন করেন। পেশাগত কাজকে ভোলে সকল ধরনের ব্যস্ততা কাটিয়ে উদযাপনে মাতেন বলিউড তারকারাও। অধিকাংশ তারকারা এদিনটি ঘিরে এবার বিদেশ সফরকেই বেছে নিয়েছেন। কেউ বা বন্ধু বান্ধব, আবার কেউ বা পরিবার নিয়ে নতুন বছরকে উদযাপন করতে ছুটে গেছেন বিদেশে। এরমধ্যে সোনম কাপুর, বিশাপা বসু, সানি লিওন, নির্মাতা অনুরাগ কাশ্যপ, অক্ষয় কুমারসহ বেশকিছু অভিনেতা অভিনেত্রীকে আনন্দঘন মুহূর্ত নিয়ে সামাজিক যোগাযোগেও সরব থাকতে দেখা গেছে:

ফ্যাশনি লেডি সোনম কাপুর নতুন বছরকে উদযাপন করতে বন্ধু বান্ধবদের সাথে নিয়ে আছেন মালদ্বীপে। সেখান থেকে একটু পর পর আপডেটও দিচ্ছেন। ভক্ত অনুরাগীদের জানিয়েছেন শুভেচ্ছাও।

2016_01_01_13_41_28_cliew6tv2Y2ICeOebMnsEpIzxgoYJI_original
মালদ্বীপে বন্ধুর সাথে সোনম…

মেধাবী নির্মাতা অনুরাগ কাশ্যপ নতুন বছরকে স্বাগত জানাতে চলে গেলেন সিঙ্গাপুর। সাথে আছে তার বাবা-মা! ইনস্টাগ্রামে এমন ছবিই দিলেন এই নির্মাতা ও প্রযোজক।

2016_01_01_13_41_33_C8gqLO1x93V9P0T60rEqG65hjiM4Vh_original
সিঙ্গাপুরে বাবা-মায়ের সাথে অনুরাগ কাশ্যপ…

বালিতে বন্ধু বান্ধবের সাথে নেচে গেয়ে নতুন বছরকে বরণ করলেন একতা কাপুর:

2016_01_01_13_41_36_EjaRwXycqwmy7RB6d4nHVZxqhvepjX_original

নতুন বছরের গন্ধে আগেই সানি লিওন চলে গেছেন আমেরিকায়। লাস ভেগাসে নতুন বছরকে স্বাগত জানালেন তিনি। সাথে ছিলেন স্বামীসহ বন্ধু বান্ধব।

2016_01_01_13_41_38_nZTKTeVv6Hetzrh5Z024OqZhyqyyX9_original
আমেরিকায় স্বামী ডেনিয়েলের সাথে সানি…

সারা বছর বিদেশে ঘুরে বেড়ালেও নতুন বছরকে স্বাগত জানাতে সব সময়ই গোয়ায় স্বস্তি সময় কাটাতে ভালোবাসেন অভিনেত্রী বিপাশা বসু। এবারও তার ব্যতিক্রম হয়নি।

2016_01_01_13_41_30_B1ioqIiJ2EtvKs19IZ16o8B7X0G9fR_original
গোয়ায় থিতু হলেন বিপাশা বসু…

নতুন বছরকে স্বাগত জানানোর ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করলেন অক্ষয় কুমার। তার সাথে আছে স্ত্রী টুইঙ্কেল খান্না।

2016_01_01_13_41_40_nPeNeI6ljY8pFB1pKIXBLJlg61zSbY_original

এছাড়া নতুন বছরের ভোরের স্নিগ্ধ আলোয় নিজের ছবি ইনস্টাগ্রামে দিলেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। জানালেন শুভেচ্ছাও…



মন্তব্য চালু নেই