মাশরাফির সাথে অনন্ত-বর্ষার সেলফি!
টুর্নামেন্ট শুরুর আগেও যে দলটার শিরোপা জয়ের স্বপ্ন সামান্যই ছিল, টুর্নামেন্ট শেষে সেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সই চ্যাম্পিয়ন। প্রথমবারের মত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ নিয়েই সবাইকে চমকে দিলো দলটি। জিতে গেল শিরোপা। এক মাশরাফি বিন মুর্তজার জাদুর কাঠির স্পর্শেই যেন বদলে গেলো কুমিল্লা।
মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিজয় উদযাপনে তাই সকল আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন তাই মাশরাফি। সেই তালিকায় ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও হালের ঢালিউড দম্পতি অনন্ত জলিল ও বর্ষা।
মাশরাফির সাথে এই দু’জনকে এক সাথে সেলফি তুলতেও দেখা গেল। আর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনন্ত জলিল নিজে তার ভেরিফাইড পেজে সেই ছবি প্রকাশ করেন।
মন্তব্য চালু নেই