টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলে নতুন মুখ!

আগামী বছর অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড টি-টোয়েন্টির প্রাথমিক স্কোয়াডে কিছু নতুন মুখ নিতে চলেছে বাংলাদেশ। সোমবার আইবিএন লাইভের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় দলে খেলছেন না এমন খেলোয়াড়দেরও স্কোয়াডে নিতে পারেন নির্বাচকরা। শিগগিরই তারা প্রাথমিক স্কোয়াডের তালিকা পাঠাবেন। তালিকায় ২৫ থেকে ২৭ জন খেলোয়াড় থাকার কথা।

এ প্রসঙ্গে প্রধান নির্বাচক ফারুক আহমেদ বলেছেন, ‘আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে জাতীয় দল অনুশীলন শুরু করবে। অনুশীলনের দক্ষতার উপর ভিত্তি করে কন্ডিশর্নি ক্যাম্প করা হবে। কয়েকদিনের মধ্যে স্কোয়াড ঘোষণা করা হবে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ভালো করেছে এমন খেলোয়াড়দের ক্ষেত্রে গুরুত্ব দিতে পারে নির্বাচকরা। তবে শুধু এটির উপর নির্ভর করে ভালো দল খোঁজ সম্ভব নয়। কেউ কেউ হয়তো সম্প্রতি বাংলাদেশের হয়ে খেলেনি কিন্তু ভালো করেছে। সে যদি সুযোগ পায় তবে ভালো করতে পারে। আমরা সবকিছুই বিবেচনা করব।’

প্রসঙ্গত, আগামি বছরের মার্চে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের বসবে।

সৌজন্যে:ইত্তেফাক



মন্তব্য চালু নেই