পৌর নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই
আগামী বুধবারের পৌর নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে বলেও মন্তব্য করেন তিনি।
আজ সোমবার সন্ধ্যায় ধানমণ্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আশরাফ এই কথা বলেন।
আশরাফ বলেন, সারা বিশ্বেই দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন হয়ে থাকে। আমরাও সেই প্র্যাকটিস শুরু করেছি। এর মাধ্যমে গণতন্ত্র আরও সুসংহত হবে বলেও মনে করেন তিনি।
পৌরসভা নির্বাচন নিয়ে বিএনপির বিভিন্ন অভিযোগ প্রসঙ্গে সৈয়দ আশরাফ বলেন্, বিএনপির এই অভিযোগ নতুন কিছু নয়। তারা শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে কি-না তা নিয়ে আমাদের সন্দেহ আছে।
মন্তব্য চালু নেই