আঁখি আলমগীর ফাঁস করলেন নিজের গোপন কথা!

সংগীতাঙ্গনে খুবই আলোচিত নাম আঁখি আলমগীর। ভক্তদের ভালোবাসায় তিনি এবার গুগল সার্চ জরিপে সেরা দশজনে উঠে আসছেন। আর এ খবর নিশ্চিত করেছেন এই তারকা সংগীতশিল্পী নিজেই। গুগল সার্চ জরিপে সেরা দশে থাকায় তিনি সব কৃতিত্বই তার ভক্তদের বলে মনে করেন।

সেই সাথে তিনি এমন খুশির খবরের পাশাপাশি তিনি তার ভক্তদের জন্য আরো একটি গোপন খবরও ফাঁস করেছেন। আঁখি বলেন, ‘একটা গোপন কথা বলে রাখি, আমি নিজেও মাত্র ২ বছর হলো নেট বা ফেসবুকে নিয়মিত হয়েছি’। উল্লেখ্য এই শীত মৌসুমে কন্ঠশিল্পীদের মঞ্চ ব্যস্তাতার তালিকায় আঁখি আলমগীরের ব্যস্ততা বরাবরের মতোই এখন তুঙ্গে।

এর মাঝে বছরের শেষ ভাগে গুগল সার্চের এই সাফল্যে শিল্পী ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে বলেন, ‘আমার কাছে মনে হয় এটি আমার ভক্তদের থেকে পাওয়া অনন্য স্বীকৃতি’।



মন্তব্য চালু নেই