২-০ গোলে পিছিয়ে বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হয়েছে ম্যাচটি। সরাসরি সম্প্রচার করছে স্টার স্পোর্টস ৪।

৩২ মিনিটের মধ্যে ২-০ গোলে পিছিয়ে পরেছে বাংলাদেশ। ৩০ মিনিটে মাসিহ সাইঘানি গোল করার পর ৩২ মিনিটে ফয়সাল শায়েস্তে গোল করেন।

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের অতীত ইতিহাস ভালো হলেও সময় বদলেছে। শক্তিমত্তায় আফগানিস্তান এখন বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে। তারা সাফের বর্তমান চ্যাম্পিয়ন। তাদের বিপক্ষে বাংলাদেশ আজ কেমন কী পারফরম্যান্স করে সেটাই এখন দেখার বিষয়।

বাংলাদেশের একাদশ : শহিদুল (গোলরক্ষক), মো. ইয়াসিন, ইয়ামিন মুন্না, জাহিদ, মামুনুল, হেমন্ত, মোনায়েম খান রাজু, মো. নাসির, সোহেল, শাখাওয়াত রনি ও নাসির জুনিয়র।

আফগানিস্তানের একাদশ : ওভায়াস (গোলরক্ষক), আব্বাসিন, জুবায়ের, ফাসাল, নোরাওল্লাহ, সায়েদ, মাসিহ, জাজাই, হাদ্দিদ ও কানিসকা।



মন্তব্য চালু নেই