মিঠাপুকুরে ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকান্ড ॥ অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

রংপুরের মিঠাপুকুরে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার দুপুরে জায়গীরহাটে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।

জানাযায়, উপজেলার জায়গীরহাটের গালামাল ব্যবসায়ী হিরা চৌধুরীর গোডাউনে অগ্নিকান্ডের ঘটনায় মুহুর্তেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় ১ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

এ ঘটনায় হিরা চৌধুরীর ১টি গালামালের দোকান ও গোডাউন ঘর, মুক্তা চৌধুরীর ১টি গালামালের দোকান ও গোডাউন ঘরসহ একটি খালি বস্তার দোকান আগুনে পুড়ে যায়। বৈদ্যূতিক শটসার্কিটের মাধ্যমে এ আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান, এতে নগদ টাকাসহ প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন-অর-রশিদ ও উপজেলা ত্রান ও পূণবাসন বাস্তবায়ন কর্মকর্তা মোশফিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।



মন্তব্য চালু নেই