জাজের সিনেমায় ‘গজনী’র খলনায়ক
বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খানের গজনী সিনেমায় খল চরিত্রে অভিনয় করেছিলেন প্রদীপ রাওয়াত। এবার এই জনপ্রিয় খল অভিনেতাকে দেখা যাবে বাংলাদেশর জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত চলচ্চিত্রে।
এ সিনেমার মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্রে প্রথমবারের মতো দেখা যাবে এ অভিনেতাকে। হিরো ৪২০ শিরোনামের এ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছেন বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজ।
বাংলাদেশের সৈকত নাসির ও কলকাতার সুজিত মণ্ডলের যৌথ প্রযোজনার সিনেমা হিরো ৪২০ সিনেমায় তাকে দেখা যাবে। এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের নুসরাত ফারিয়া ও ভারতের ওম।
খল অভিনেতা প্রদীপ রাওয়াত তেলেগু, তামিল, হিন্দি সিনেমায় অভিনয় করে বেশ কয়েকটি পুরস্কারও পেয়েছেন।
মন্তব্য চালু নেই