কন্যার মা ডিজে সনিকা

সুখবর যে আসছে, সেটা আগেই জানিয়েছিলেন অভিনেত্রী ও ডিজে মারজিয়া কবির সনিকা। কিন্তু ডিসেম্বরের প্রথম সপ্তাহের জায়গায় গেলো রোববার ফেসবুকের মাধ্যমে তার মা হওয়ার খবরটা জানা গেল।
গত নভেম্বরেই খবর বেরিয়ে ছিলো প্রথমবারের মতো মাতৃত্বের স্বাদ নিতে চলেছেন ডিজে সনিকা। তখন আরও জানা গিয়েছিলো, তার গর্ভে কন্যা সন্তান, যাকে প্রায় ৩৭ সপ্তাহ ধরে গর্ভে লালন করে চলেছেন। যে কারণে গত আগস্ট থেকেই সব কাজ থেকে মাতৃত্বকালীন বিরতি নিয়েছেন জনপ্রিয় এই ডিজে-অভিনেত্রী।
অবশেষে গেলো রোববার জানা যায়, ডিসেম্বরেই কন্যা সন্তানের মা হয়েছেন ডিজে সনিকা। মা- মেয়ে দুজনেই সুস্থ আছেন। ফেসবুকে নবজাতকের ছবি পাওয়া গেলেও, বিস্তারিত জানার জন্য ফোন করা হলে সনিকার মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
উল্লেখ্য, চলতি বছরের শুরুতে চট্টগ্রামের ছেলে জয়নুল আদি ইসলাম সেজানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ডিজে সনিকা। এর আগে দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে মন দেওয়া-নেওয়া চলছিলো বলে জানা যায়।
মন্তব্য চালু নেই