রোমহর্ষক ১০টি ভয়ের সিনেমা যা কেড়ে নেবে রাতের ঘুম

ভূতে যতই ভয় থাকুক না কেন, ভয়ের সিনেমার প্রতি আগ্রহ থেকে সবার। বাড়িতে আড্ডার ছলে একসাথে বসে ভূতের সিনেমা দেখার জনপ্রিয়তা অনেক আগে থেকেই চলে আসছে। যদিও ভূত বলে কিছু নেই, তবুও এই ফ্যান্টাসি নেয়ার সাধ সবার মনে হালকা হলেও থাকে। ভয় আমরা সবাই পাই। একলা অন্ধকারে দম বন্ধ করা ভূতের সিনেমা দেখার পর রাতে খাটের পাশে কারোর উপস্থিতি কিন্তু মনে হয়েই থাকে। যারা ভয় পান কিংবা পান না, তারা রোমাঞ্চের স্বাদ পেতে অবশ্যই দেখতে পারেন এই ১০টি রোমহর্ষক সিনেমা।

১. দ্য পাসিং
২. হাই
৩. হি টুইক হিস স্কিন অফ ফর মি
৪. লাইটস আউট
৫. অ্যালেক্সিয়া
৬. ডপেলগ্যাঙ্গার
৭. টু এএম দ্য স্মাইলিং ম্যান
৮. বেডফেলো
৯. মামা
১০. ডিনার



মন্তব্য চালু নেই