‘দ্য ইয়েলো বার্ডস’য়ে জেনিফার আনিস্টোনের ফার্স্ট লুক ভাইরাল

হলিউডের আসন্ন যুদ্ধভিত্তিক ছবি ‘দ্য ইয়েলো বার্ডস’য়ের অভিনেত্রী জেনিফার আনিস্টোনের ফার্স্ট লুক ছড়িয়ে পড়েছে ওয়েব দুনিয়ায়। এই ছবিতে তার চরিত্র একজন উৎসর্গী মায়ের, যিনি তার যুবক সেনা সদস্য ছেলেকে ইরাকে যুদ্ধ করতে পাঠায়।
জনপ্রিয় লেখক কেলভিন পাওয়ারের ২০১২ সালে লেখা ‘দ্য ইয়েলো বার্ডস’ অবলম্বনে এই ছবিটি পরিচালনা করছেন আলেকজেন্দ্রা মুরস। ছবির কাহিনী দুজন দেশপ্রেমিক সেনা সদস্যকে নিয়ে যারা দুজনই দুজনকে বাঁচানোর জন্য অঙ্গীকারবদ্ধ। কিন্তু বিশেষ এক কারণে একজনকে নিজের প্রতিবিম্বের মুখোমুখি হতে হয়।

































মন্তব্য চালু নেই