হেট স্টোরি থ্রি-তে প্রধান চরিত্রে সানি লিওন
বলিউডের আলোড়ন সৃষ্টিকারী সিনেমা ‘হেট স্টোরি’আবারো রূপালি পর্দা কাপাতে হাজির হচ্ছে। আর শোনা যাচ্ছে,’হেট স্টোরি থ্রি’তে অভিনয় করবেন সানি লিওন। এটিও প্রযোজনা করবেন বিবেক অগ্নিহোত্রী, পরিচালনা করবেন বিশাল পান্ডিয়া।
দুই বছর আগে মুক্তি পেয়েছিল ‘হেট স্টোরি’। ‘হেট স্টোরি’তে অভিনয় করেছিলেন বাঙালি ললনা পাওলি দাম। হেট স্টোরি-টু তে সুরভিন ছিলেন। কিন্তু এবার তিন নাম্বারে যুক্ত হচ্ছেন সানি লিওন। পাওলি-সুরভিনের চেয়েও বেশি আবেদন ছড়াবেন বলে ধারণা করা হচ্ছে। ছবিটিতে পুরুষদের ঘুম কেড়ে নেওয়া কিছু দৃশ্যে দেখা যাবে ৩৩ বছর বয়সী এই অভিনেত্রীকে।
মন্তব্য চালু নেই