অর্ডারের ১৫ মিনিটেই পৌঁছে যাবে ফোন

অনলাইনে কেনাকাটায় কতক্ষণ পর পণ্য হাতে পাওয়া যায়? অর্ধদিন, একদিন নয়তো তিনদিন। কিন্তু পছন্দের জিনিস কেনার পর এতক্ষণ অপেক্ষা তো কষ্টকর। অনলাইনের কেনাকাটাকে আরো আকর্ষণীয় করতে মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান ওয়ান প্লাস এক্স ওলার সঙ্গে মিলিত হয়ে ১৫ মিনিটেই গ্রাহকের হাতে ফোন পৌঁছে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

৮ ডিসেম্বর থেকে চালু হয়েছে দ্রুত এই ডেলিভারি সিস্টেম। বর্তমানে ভারতের ৮টি শহরে এই সুবিধা পাওয়া যাচ্ছে। দিল্লি, কলকাতা, মুম্বাই, পুনে, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, আহমেদাবাদে আপাতত এই সুবিধা পাওয়া যাচ্ছে।

‘ওয়ানপ্লাস এক্স’ ক্যাটাগরি আইকনে ক্লিক করলেই ওলা ট্যাক্সিতে করে ১৫ মিনিটেই একজন মোবাইল ডেলিভারি বয় পৌঁছে যাবে গ্রাহকের দরজায়। ক্যাশ অন ডেলিভারি বা ডেবিট/ক্রেডিট কার্ডেও পেমেন্ট করা যাবে। আর এই কেনাকাটা করা যাবে অ্যামাজন ইন্ডিয়া সাইট থেকে।



মন্তব্য চালু নেই