গাঁজা সেবনে দূর হবে হিরোইনের আসক্তি!!

বিভিন্ন মাদকে আক্রান্ত ব্যক্তিরা গাঁজা সেবন করলে তাদের হিরোইনের আসক্তি কমে যেতে পারে। সম্প্রতি এক গবেষণায় এরকম তথ্য পাওয়া গেছে।

কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ওপিয়েট অনুরতির জন্য চিকিৎসাধীন রোগীদের উপর পরীক্ষা করে দেখতে পান , যে সকল রোগীরা গাঁজা সেবন করেন তারা দ্রুত ঘুমাতে পারেন, কম উদ্বিগ্ন থাকেন এবং তাদের কোর্স সম্পন্ন করার সম্ভাবনা বেশি ছিল বলে খুঁজে পাওয়া যায়।

গবেষকরা আরও দেখতে পেয়েছেন যে, dronabinol রোগীদের গাঁজায় যে উপাদান রয়েছে, সে উপাদান তাদের ঔষধের সাথে দেয়া হলে তাদের অবস্থার উন্নতি হয়। গাঁজা THC এর ‘সক্রিয়’ উপাদান নিয়ে গঠিত একটি ড্রাগ।

গবেষণাযর লেখক বলেন, কিছু আকর্ষণীয় গবেষণায় দেখা যায় বিভিন্ন রোগের চিকিৎসায় গাঁজার পর্যবেক্ষণযোগ্য উপকারী প্রভাব ছিল।

এই গবেষণায় অংশগ্রহণকারী রোগীদের মধ্যে যারা গাঁজা সেবন করত তারা অল্প সময়ের মধ্যে ঘুমাতে পারত এবং তাদের দুশ্চিন্তাও ছিল না। তাদের চিকিৎসাও খুব ভালভাবে সম্পন্ন হচ্ছিল। যারা গাঁজা সেবন করতেন না, তাদের অনেক ধরণের অসুবিধা ছিল। তাদের প্ল্যাসেবো গ্রহণ করতে দেয়া হত।

এছাড়াও হাই টাইমসের প্রতিবেদনে বলা হয়, গাঁজার বিনোদনমূলক ব্যবহারের বৈধতা দেয়ার পর থেকে যুক্তরাষ্ট্রে মাদকাসক্তি সংক্রান্ত মৃত্যু কমে এসেছে।–সূত্র: মেট্রো।



মন্তব্য চালু নেই