কুলাঙ্গার, মুরতাদ লতিফ সিদ্দিকীর মন্ত্রী পরিষদ থেকে বহিষ্কারের দাবী
বাংলাদেশ ইসলামী ছাত্রশক্তির আহবায়ক মোঃ কাওছারুজ্জামান এক বিবৃতে বলেছেন, বিশ্ব মুসলিমের মিলনকেন্দ্র ইসলামী চেতনার উৎস পবিত্র হজ্জ ও আমাদের মহানবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী যে উক্তি করেছে এবং আল্লাহ তায়ালার সরাসরি নির্দেশকে অস্বীকার করে হজ্জের ইতিহাস সম্পর্কে যে ঘৃণিত অপব্যাখ্যা প্রদান করেছে তাতে আব্দুল লতিফ সিদ্দিকী মুসলমান থাকতে পারেনা। তাই বাংলাদেশের মত বৃহত্তর মুসলিম রাষ্ট্রের মন্ত্রীপরিষদে এধরনের কুলাঙ্গারের থাকার কোন অধিকার নেই। তাই এই মুহুর্তে মান্ত্রীপরিষদথেকে তাকে বহিষ্কার করার জোর দাবি জানাচ্ছি।
তিনি আরো বলেন, হযরত মুহাম্মদ (স.) কে যে ভাবে শুধু আব্দুল্লার পুত্র বলে সম্বোধন করেছেন তাতে তার কন্ঠে ইসলামের চির দুশমন জাহান্নামের কিট আবু জেহেল, আবু লাহাব, উতবা, শায়বার কন্ঠ প্রতিধ্বনিত হয়েছে। এবং তার কথায় স্পষ্ট হয়েছে যে তিনি হযরত মুহাম্মদ (স.) এর অনুসারী নয়। এবং একজন মন্ত্রী হিসেবে অশালিন ভাষা ব্যবহার করায় তিনি যে কত নিচু ঘরের নিচু বংশের সন্তান তার পরিচয়ও স্পষ্ট করে দিয়েছেন। তার এই ঘৃণিত কটুক্তির কারণে আজ মুসলিম জাতি মর্মাহত, তাই মুরতাদ আব্দুল লতীফ সিদ্দিকীকে তওবা করে নতুন করে মুসলমান হতে হবে নতুবা তার চরম ফল ভোগ করতে হবে।
মন্তব্য চালু নেই