নতুন ছবি ‘ঢিসুম’ এ অ্যাকশনে ফিরছেন বরুণ!

শাহরুখ-কাজলের সঙ্গে একই ফ্রেমে রোহিত শেঠির পরিচালনায় ‘দিলওয়ালে’তে কাজ করেছেন বরুণ ধাওয়ান। সেই ছবির প্রমোশনের কাজ শেষ না হতেই আরেক সিনেমা নিয়ে হাজির হয়েছেন ‘এবিসিডি-২’ তারকা। অ্যাকশন ধাঁচের ছবি ঢিসুমে জন আব্রাহামের সঙ্গে দেখা যাবে এই তরুণ নায়ককে।

বড় ভাই রোহিত ধাওয়ানের পরিচালনায় প্রথম বারের মতো কাজ করছেন বরুণ। ছবিটির ফার্স্ট লুক দেখে বোঝা যাচ্ছে ছবিটিতে এবার অ্যাকশন করতে দেখা যাবে জন ও বরুণকে। ‘ঢিসুম’ ছবিটির শুটিং মধ্যপ্রাচ্যের মরক্কো ও আবুধাবিতে করা হয়েছে।

এই ছবিটি দিয়ে চার বছর পর সিনেমায় ফিরছেন জনপ্রিয় অভিনেতা অক্ষয় খান্না। সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত ছবি ‘ঢিসুম’ আরো অভিনয় করছেন জ্যাকুলিন ফারনান্দেজ, রাম কাপুর ও কবির বেদী।



মন্তব্য চালু নেই