‘আমি আরও ভালো ক্রিকেটার হতে পারতাম’

সম্প্রতি বিয়ের পিড়িতে বসেছেন ভারতের স্পিনার হরভজন সিং। সমইয়টা বেশ ভালোই কাটছে বলা যায়। এবার তার হাতেই উদ্বোধন হলো ভারতের প্রথম স্পোর্টস ওয়েবসাইট। ‘বুক মাই স্পোর্টস’ নামে এই ওয়েবসাইটের মাধ্যমে যেকোন ধরণের খেলা ও খেলা সম্পর্কিত খবরাখবর সবার আগে পেতে পারবে।

এই ওয়েবসাইটের সম্পর্কে বলতে গিয়ে হরভজন বলেন, ‘আমি যখন ছোটো ছিলাম, তখন শুধু ক্রিকেট নয় অন্যান্য খেলার প্রতিও আমার উৎসাহ ছিল। কিন্তু ওই সময়ে খেলার মাঠে প্রবেশ বা অন্যান্য সুযোগ সুবিধা নিতে পারতাম না। তবে নতুন এই ওয়েবসাইটটি আসায় সেই সমস্যার সমাধান হতে চলেছে। আমার সময়ে এরকম কিছু থাকলে আমি আরও ভালো ক্রিকেটার হতে পারতাম।’

এই ওয়েবসাইট দেশের ও মানুষের কত উপকার করবে সে সম্পর্কে হরভজন বলেন, ‘উন্নয়নশীল অঞ্চলে আমরা দেখি বেশিরভাগ মানুষ বিশেষ করে ছোট ছোট ছেলেরা এখন ভিডিও গেমসের দিকেই বেশি ঝুঁকেছে। তারা শারিরীক খেলাধূলার তুলনায় গ্যাজেটের দিকেই বেশি ঝুঁকে যাচ্ছে। আমি মনে করি বুক মাই স্পোর্টস এই অবস্থাটাকে অবশ্যই পরিবর্তন করতে পারবে।’

এই ওয়েবসাইটে ৩০০ এর বেশি স্পোর্টসের উপকরণ থাকবে।



মন্তব্য চালু নেই