ছোট পর্দায় মুখোমুখি সালমান-আরবাজ

এবার ছোটপর্দায় ভাইয়ে ভাইয়ে লড়াই শুরু হতে যাচ্ছে বলে ধারণা করছেন সমালোচকরা। এই দুই ভাই আর কেউ নয়- সালমান খান ও আরবাজ খান।

‘পাওয়ার কাপল’ নামের একটি রিয়েলিটি শো নিয়ে ছোটপর্দায় হাজির হচ্ছেন বলিউডের আরবাজ-মালাইকা দম্পতি।

এই অনুষ্ঠানের মাধ্যমে এবারই প্রথম কোন অনুষ্ঠান উপস্থাপনা করতে দেখা যাবে আরবাজ খানকে। অপরদিকে ছোটপর্দার আরেক হিট রিয়েলিটি শো ‘বিগ বস’য়ের সঞ্চালকের দায়িত্বে আছেন বড়ভাই সালমান খান।

যেহেতু দুটি রিয়েলিটি শোয়ের হোস্ট দুই ভাই- তাই এ নিয়ে খান ভাইদের মধ্যে প্রতিযোগিতার আভাস পাচ্ছেন অনেকেই। তবে আরবাজ জানিয়েছেন, প্রতিযোগিতার কোন প্রশ্নই নেই। ছোটপর্দায় এটি যেহেতু আরবাজের প্রথম কাজ, তাই এর সঞ্চালনায় যদি ছোটভাই ভালো করেন, তবে নাকি খুশিই হবেন সালমান।

জানা গেছে, আরবাজ-মালাইকার ‘পাওয়ার কাপল’ অনুষ্ঠানটি আগামী ১২ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে।



মন্তব্য চালু নেই