টিপ ও ঝুমকায় জাদু ছড়াচ্ছেন উর্বশী রোতেলা!

ভারতের প্রতিনিধি হয়ে ‘মিস ইউনিভার্স ২০১৫’ প্রতিযোগিতায় লড়ছেন এ বছরের মিস ইন্ডিয়া খেতাব জয়ী উর্বশী রোতেলা।

ইতোমধ্যে লাস ভেগাসে অনুষ্ঠিতব্য সুন্দরী প্রতিযোগিতায় ঝুমকা, টিপ ও ভারতীয় তিলক পরে বিচারকদের মুগ্ধ করেছেন তিনি।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল প্রতিযোগী এই ভারত সুন্দরী তথা বলিউড অভিনেত্রীর ভক্তে পরিণত হয়েছেন। আন্তর্জাতিক এই সুন্দরী প্রতিযোগিতার একজন শক্তিশালী প্রতিযোগী উর্বশী।

অন্যান্য সহ প্রতিযোগীদেরকেও একইভাবে সাজিয়েছেন এই সুন্দরী। এই প্রতিযোগীতার মাধ্যমে ভারতীয় সংস্কৃতির জাদু ও সৌন্দর্যকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দিয়েছেন উর্বশী।

বলা হচ্ছে, উর্বশী তার সহজাত আচরণ ও ব্যবহার দিয়ে অন্য তিন দেশ কলম্বিয়া, ফিলিপাইন ও ভেনেজুয়েলার শক্তিশালী প্রতিযোগীদের সৌন্দর্যকে ম্লান করে দিয়েছেন।



মন্তব্য চালু নেই