ইমরানের নতুন অভিজ্ঞতা
ক্যারিয়ারের শুরু থেকেই প্লেব্যাকের সঙ্গে যুক্ত কণ্ঠশিল্পী ইমরান। নিয়মিত সিনেমার গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সঙ্গীতপরিচালনাও করেছেন অনেক সিনেমার। তবে এক সিনেমায় একটির বেশি গানে এখনো কণ্ঠ কিংবা সঙ্গীতপরিচালনা করা হয়নি সম্প্রতি প্রথমবারের মত কণ্ঠশিল্পী হিসেবে এক সিনেমার দুই গানে কণ্ঠ দিলেন ইমরান।
ইফতেখার আহমেদ চৌধুরী পরিচালিত ‘নীলিমা’ শিরোনামের এই সিনেমায় টাইটেল ট্র্যাক ‘নীলিমা’ এবং ‘অদেখা স্বপ্ন’ শিরোনামের দুটি গানে কণ্ঠ দিয়েছেন ইমরান। দুটি গানের কথায় লিখেছেন সুদীপ কুমার দীপ এবং সঙ্গীতপরিচালনা করেছেন আহমেদ হুমায়ূন। ‘নীলিমা’ ছবিতে অভিনয় করছেন ববি, সাঞ্জু সহ আরও অনেকে। ইতিমধ্যে এই সিনেমার শুটিং শুরু হয়েছে।
নতুন অভিজ্ঞতা সম্পর্কে ইমরান বলেন, ‘এর আগে অনেক প্লেব্যাক করলেও এক সিনেমার দুই গানে কখনও কণ্ঠ দেওয়া হয়নি। ভালোই লাগছে। হুমায়ূন ভাইও বেশ যত্ন নিয়ে গান দুটি বানিয়েছেন। আশাকরি দুটি গানই শ্রোতাদের ভালো লাগবে।’
মন্তব্য চালু নেই