২৪ তরুণের সঙ্গে গাইবেন বাচ্চু
প্রথমবারের মতো ২৪ জন তরুণ শিল্পীর সঙ্গে সরাসরি গাইবেন রক লিজেন্ড আইয়ুব বাচ্চু। আর এই সব শিল্পীদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে খুঁজে বের করেছেন এবি নিজেই। ইফাদ নিবেদিত ‘ক্লাব এশিয়া এ্যাকুস্টিকা লাইভ’ শিরোনামের এই অনুষ্ঠানে আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গানের পাশাপাশি থাকবে বিশ্বের বিভিন্ন শিল্পীর গাওয়া বিখ্যাত সব ইংরেজি গান।
সেই সঙ্গে থাকছে বাংলাদেশি শিল্পীদের গাওয়া কালজয়ী কিছু গান। অনুষ্ঠানটি প্রযোজনা করবেন শাহ্ আমীর খসরু। ইফাদ নিবেদিত ‘ক্লাব এশিয়া এ্যাকুস্টিকা লাইভ’ শিরোনামের এই অনুষ্ঠানটি ঈদের আগের দির রাত সাড়ে ৮টা থেকে টানা রাত ২টা পর্যন্ত আরটিভিতে প্রচার হবে।
মন্তব্য চালু নেই