সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় পুলিশ দিনরাত কাজ করে যাচ্ছে

যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান বলেছেন সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিধানে পুলিশ দিনরাত কাজ করে যাচ্ছে। যশোরে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের আটক করে তাদের আস্তানা গুঁড়িয়ে দেয়া হয়েছে। এখন তারা জেলখানায়। তারা জামিনে বের হয়ে যদি ফের মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে তাহলে সাধারণ মানুষকে সাথে নিয়ে তাদের চিরদিনের মতো এলাকাছাড়া করা হবে। শুক্রবার বিকেলে শহরের শংকরপুর মহিলা মাদরাসা মাঠে আশ্রম রোড শান্তি-শৃঙ্খলা কমিটির বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেনশহরের বিভিন্ন এলাকায় এক সময় দিন রাত চুরি ছিনতাই, মাদক, অস্ত্র কেনাবেচা হতো। কমিউনিটি পুলিশ ও কোতয়ালী থানাসহ পুলিশের বিভিন্ন বিভাগের সদস্যদের পরিশ্রমে এখন এই ধরনের অপরাধ হয় না।
এতে সভাপতিত্ব করে শহরের আশ্রম রোড শান্তি শৃঙ্খলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কুতুবউদ্দিন। এ সময় উপস্থিতছিলেন সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সহকারী পুলিশ সুপার ‘ক’ সার্কেল ভাস্কর সাহা, কোতয়ালী থানার ওসি সিকদার আককাছ আলী, ডিবি পুলিশের ওসি আলী আহমেদ হাশমী,হাজি জাকির হোসেন, গোলাম মোস্তফা, অপর কাউন্সিলর প্রার্থী যুবলীগনেতা মহাসিন আলী প্রমুখ।



মন্তব্য চালু নেই