আমাদের দেহের অঙ্গের মতো দেখতে এসব সবজি! (দেখুন ছবিতে)

শাক সবজি, ফল আমাদের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। তা আমরা সবাই জানি। কিন্তু কিছু সবজি এবং ফল আছে যা আমাদের দেহের অঙ্গের মত দেখতে! এবং এই খাবারগুলো সেই অঙ্গের জন্য অনেক উপকারী। অদ্ভুত হলেও সত্যিই প্রাকৃতিক কিছু সবজি আছে যা আমাদের দেহের অঙ্গের সাথে মিলে যায়। যেমন আখরোট দেখতে অনেকটা আমাদের মস্তিষ্কের মত! এমন কিছু সবজি দেখে নিন ছবিতে।
১। মিষ্টি আলু- অগ্ন্যাশয়
মিষ্টি আলু অনেকটা দেখতে আমাদের দেহের অগ্ন্যাশয়ের মত। এটি অগ্ন্যাশয়ের জন্য বেশ উপাকারীও বটে। এটি সুগার লেভেল স্বাভাবিক রাখে।
২। আখরোট- মস্তিষ্ক
আখরোট দেখতে আমাদের মস্তিষ্কের মতো। এতে ওমেগা ৩ আছে, যা মস্তিষ্কের বিকাশে সাহায্য করে রক্ত চলাচল সচল করে থাকে।
৩। কিডনি বিন – কিডনি
কিডনি বিনের নামকরণ করা হয়েছে কিডনির মত দেখার কারণে। কিডনির পানি অপসারণ, পাথর হওয়া এই ধরণের সমস্যায় কিডনি বিনসের জুড়ি মেলা ভার।
৪। টমেটো-হৃৎপিণ্ড
টমেটোকে মাঝখানে কাটলে দেখবেন টমেটোর আকার দেখতে অনেকটা হৃৎপিণ্ডের মতো। আবার প্রতিদিন একটি টমেটোর রস খেলে এটি আপনার হৃদরোগ হওয়ার সম্ভাবনা কমিয়ে থাকবে।
৫। গাজর-চোখ
গাজর কাটলে খেয়াল করলে দেখবেন একটি গোলের চারপাশে অনেকগুলো রেখা চলে গেছে। লক্ষ্য করলে বুঝবেন এটি দেখতে চোখের মত লাগছে। আর গাজরে ভিটামিন এ আছে যা চোখের জন্য ভাল।
৬। মাশরুম-কান
মাসরুমকে মাঝ বরাবার কাটলে তা কানের মতো দেখা যায়! আবার কানের ভিতরের নরম হাড়গুলিকে শক্তি প্রদান করতে সাহায্য করে এই মাশরুম।
৭। আদা-পাকস্থলী
আদা পেটের গ্যাস রোধ, বমি বমি ভাব দূর, এসিডিটি দূর করে থাকে। এটি দেখতেও অনেকটা পাকস্থলীর মত।
মন্তব্য চালু নেই