হাঁস-কুকুরের অসম প্রেম!(ভিডিও)

মানবপ্রেমের চেয়ে পশু-পাখির প্রেম কোনো অংশে কম নয়। মাঝে মাঝে আমরা পশু-পাখির আন্তরিকতার এমন কিছু দৃশ্য দেখতে পাই সত্যিই হৃদয় নন্দিত।
ভিডিও ফুটেজটিতে দেখা যাচ্ছে, একটি ছোট্ট কুকুর ছানা এবং একটি হাঁস খুঁনসুটিতে মেতে উঠেছে।
বলা হয়ে থাকে ভালোবাসার ক্ষেত্রে কোনো ভেদাভেদ খাটে না। কুকুর এবং হাঁসটির বন্ধুত্ব দেখেও মনে হচ্ছে তাদের সম্পর্কে আকার, আয়তন তেমন প্রভাব ফেলেনি।
ফুটেজে আরও দেখা যাচ্ছে, তারা একে অপরকে আদর করে জড়িয়ে ধরছে, আলতো করে কামড়ে দিচ্ছে, ধাক্কা দিচ্ছে। এই দৃশ্যটি দেখার পর, হাঁস ও কুকুরটিকে আদর করার লোভ সামলাতে অনেকেরই কষ্ট হবে।
মন্তব্য চালু নেই