ইউটিউবে নতুন রেকর্ড গড়লো ‘কোলাভেরি ডি’
২০১১ সালের কথা। তামিল অভিনেতা ধানুশের গাওয়া ‘কোলাভেরি ডি’ গানটি ইউটিউবে প্রকাশ হয়েছিল সে বছরেরই নভেম্বর মাসে। ভিন্নধর্মী সুর ও কথার কারণে স্বল্প সময়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে গানটি। সব ভাষাভাষীর মানুষের মনে জায়গাও করে নেয়। এবার সেই গানটিই নয়া রেকর্ড গড়েছে। এ পর্যন্ত দশ কোটি বার দেখা হয়েছে ‘কোলাভেরি ডি’।
চার বছর পরও গানটি দেখতে দর্শক ইউটিউবে ভিড় করছেন। আঠারো বছর বয়সী অনিরূদ্ধ রবিচন্দ্রের সুর করা গানটি মূলত তামিল ছবি ‘থ্রি’র জন্য রেকর্ড করা হলেও মুক্তি পাওয়ার অনেক আগেই ইউটিউবে প্রকাশ হয়। ছবিটি পরিচালনা করেন ধানুশের স্ত্রী ও তামিল মহাতারকা রজনিকান্তের মেয়ে ঐশ্বরিয়া। এতে ধানুশের বিপরীতে অভিনয় করেছেন শ্রুতি হাসান।
মন্তব্য চালু নেই