বিগব্যাশকেও জনসনের ‘না’

নিউজিল্যান্ডের বিপক্কে টেস্ট সিরিজ চলাকালীন সময়ে হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার মিশেল জনসন। কিন্তু ঘরোয়া টি-টোয়েন্টি লিগ, বিগব্যাশও খেলবেন না, তা ভাবেননি কেউ। জনসন পরিষ্কার জানিয়ে দিয়েছেন, কোন প্রকার ক্রিকেট আপাতত খেলবেন না তিনি।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের আগে জনসন বলেছিলেন, ‘নিজের শরীরকে বিশ্রাম ও পরিবারকে সময় দিতেই অবসরে যাচ্ছি।’

গেলোবারের চ্যাম্পিয়ন পার্থ স্কোরচার্সের হয়ে এই প্রথম বিগ ব্যাশে খেলার সম্ভাবনা ছিল জনসনের।তিনি না-খেলার সিদ্ধান্ত নেওয়ায় স্বভাবতই দলের কোচ জাস্টিন ল্যাঙ্গার হতাশ হয়েছেন। স্থানীয় একটি রেডিও চ্যানেলে ল্যাঙ্গার বলেন, ‘এটা খুব লজ্জার বিষয় কারণ সকল অস্ট্রেলিয়াবাসী ভেবেছে সে খেলবে। কিন্তু আমি তার সিদ্ধান্তে সম্মান জানাই, ব্যক্তিগত কারণেই সে অবসর নিয়েছে।’

এদিকে, জনসন না খেলায় এই টুর্নামেন্টের জনপ্রিয়তায় কিছুটা হলেও ভাটা পড়বে এমনটাই ধারণা ক্লাব পার্থ স্কোরচার্সের।



মন্তব্য চালু নেই