বন্ধু, কি খবর বল!

সানিয়া মির্জা ও পরিনিতি চোপড়া। দু’জন দুই জগতের তারকা। একজন টেনিস কোর্টে ব্যস্ত থাকেন; আরেকজন লাইট-ক্যামেরা-অ্যাকশনে সময় পার করেন। কিন্তু দু’জনই বেশ ভালো বন্ধু। তবে অনেকদিন দেখা হয় না দুজনের।
এবার দেখা হয়ে গেলো ভারতের গোয়ায়। আর সেই সময়ের কিছু মধুর মুহূর্ত দুজনই তাদের ভক্তদের সাথে শেয়ার করলেন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে। শীতের শুরুতে কিছদিন ছুটি কাঁটাতে গোয়ায় ছিলেন পরিনিতি আর সেখানেই ‘ইয়ং প্রেসিডেন্ট অর্গানাইজেশন’ নামক একটি সংগঠনের সম্মেলনে যোগ দিতে সানিয়া মির্জাও হাজির হন।
সমুদ্রের পাড়ে ঘুরে বেড়িয়েছেন তারা। ছবিঃ টুইটার
দু’জনে বেশ ভালো কিছু সময় কাটান। সাগর পাড়ে ঘুরে বেড়ানো, নানা রকম সামুদ্রিক খাবার খাওয়া ও এখানে সেখানে ঘুরে বেড়ানোতে সময় পার করেন তারা।
মন্তব্য চালু নেই