মম-সাজ্জাদের একলা আকাশ

দেশ সেরা সঙ্গীতশিল্পী অবন্তিকা (মম)। ছোটবেলা থেকে গানকে ভালোবেসে তা নিয়েই তার বেঁচে থাকা। গানের সেই পথেই একদিন দেখা হয় নীলের (ইরফান সাজ্জাদ) সাথে। নীল পেশায় সাংবাদিকতা করে। গানকে ভালোবাসার কারণে অবন্তিকার সংসারে দেখা দেয় নানান জটিলতা। গানের রেকর্ডিং ও স্টেজ শো-এর ব্যস্ততার কারণে স্বামী সায়েমের (সুকর্ণ হাসান) সঙ্গে অবন্তিকার দিন দিন দূরুত্ব বাড়তে থাকে।

একদিন সকালে নেহায়েত ভুল বোঝাবুঝির কারণে অবন্তিকার সংসারে ঘটে অন্যরকম এক ঘটনা। অল্পদিনের পরিচয়ে অবন্তিকার জীবনে তখন বন্ধু হয়ে আসেন নীল। একদিকে স্বামী অন্যদিকে সঙ্গীত জীবনের এতোদিনের ক্যারিয়ার! আর বন্ধু নীলের সংস্পর্শ অবন্তিকাকে নতুন করে বাঁচতে শেখায়। কিন্তু অবন্তিকা কি বাঁচতে পারে? এমনি গল্পের নাটক ‘আমার একলা আকাশ’। সৈয়দ ইকবালের রচনায় নাটকটি নির্মাণ করেছেন মেজবাহ্ শিকদার।

সম্প্রতি নগরীর উত্তরা, দিয়াবাড়িসহ কয়েকটি রেকর্ডিং স্টুডিওতে নাটকটি শুটিং সম্পন্ন হয়। এতে জাকিয়া বারি মম ও ইরফান সাজ্জাদ ছাড়া আরো অভিনয় করেছেন সুকর্ন হাসান ও সানজিদ খান প্রিন্স প্রমুখ। খুব শিগগিরই নাটকটি একটি বেসরকারী টিভি চ্যানেলে প্রচার হবে।



মন্তব্য চালু নেই