দিনাজপুরের ঘোড়াঘাটে বাল্যবিয়ে বাড়ছে

দিনাজপুরের ঘোড়াঘাটে বাল্যবিয়ে বাড়ছে:
দিনাজপুরের ঘোড়াঘাটে দিন দিন বাল্যবিয়ের সংখ্যা বাড়ছে। উপজেলা প্রশাসন মাসে গড়ে একটি দুটি বাল্যবিয়ে বন্ধ করলেও পুরাপুরি বন্ধ হচ্ছে না। আর এ বিষয় মূখ্য ভূমিকা পালন করছে নিকাহ রেজিষ্ট্রার বা কাজীরা।
নিয়মবহির্ভূতভাবে তারা প্রতি ইউনিয়নে ১টি অফিসের পরিবর্তে একাধিক কাজী অফিস স্থাপন করেছে। জানা যায়, কাজী অফিসগুলোতে অলিখিত অনভিজ্ঞ সহকারী কাজী বানিয়ে বিয়ে রেজিষ্ট্রি করছে। ফলে বাল্যবিয়ে বাড়ছে।
সরকারি নিকাহ রেজিষ্ট্রার ১৯৭৫ সালের বিধিমালায় ৮(১) এর ৫(৪) বিধির ১১ ধারা অনুযায়ী কোনো সহকারী কাজী নিয়োগের বিধান নেই। আইন লঙ্ঘন করলে সংশ্লিষ্ট কাজীর নিকাহ রেজিষ্ট্রার লাইসেন্স বাতিল হওয়ার কথা বলা আছে।
সরেজমিন দেখা গেছে, উপজেলার ৪টি ইউনিয়নে ৪টি ও ১টি পৌরসভায় কাজী অফিস থাকার কথা থাকলেও গোপনভাবে একাধিক অফিস রয়েছে। এছাড়াও ্অভিভাবকরাও ভিন্ন কৌশল ্অবলম্বন করছে। তারা বিয়ে রেজিষ্ট্রি না করে বিনা রেজিষ্ট্রিতে বিয়ে দিচ্ছে। সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বাল্যবিয়ে বন্ধে করণীয় বিষয়ে এক মতবিনিময় সভায় কাজীদের এসব কর্মকান্ড নিয়ে প্রশ্ন তোলা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, প্রতি মাসে আমরা গড়ে দুটি বাল্যবিয়ে বন্ধ করছি। খবর পেলেই আমরা বাল্যবিয়ে বন্ধ করি। অনেক সময় গোপনে কিছু বিয়ে হয়ে যায়। তিনি আরও জানান, অতিরিক্ত কাজী অফিসগুলো বন্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে।

বিরামপুরের খানপুর প্রাথমিক বিদ্যালয়কে মডেল ঘোষনা:
দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে রবিবার (২৮ সেপ্টেঃ) মডেল বিদ্যালয় হিসাবে ঘোষনা করা হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার এস এম মনিরুজ্জামান আল মাসউদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) তৌফিক ইমাম, উপজেলা বাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন মোল্লা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এনামুল হক, ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী, সাংবাদিক আঃ কুদ্দুস, শিক্ষক মামুনুর রশীদ, লুৎফা বেগম প্রমূখ।

ঘোড়াঘাটে শারদীয় দূর্গা পূজা ও ঈদুল আযহা উপলক্ষে মতবিনিময়:
ঘোড়াঘাট থানা চত্বরে প্রশাসনের উদ্যোগে শারদীয় দুর্গা পূজা ও ঈদুল আযহা উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ে পুলিশের ওপেন হাউজ-ডে ও এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ ফরহাদ ইমরুল কায়েসের সভাপতিত্বে অনুষ্ঠিত ওপেন হাউজ-ডের মতবিনিময় সভায় শারদীয় দুর্গা পূজা ও ঈদুল আযহা উপলক্ষে আইন শৃঙ্খলার উপর প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফুলবাড়ী সার্কেলের এ,এস,সিপ সুশান্ত কুমার সরকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগ ঘোড়াঘাট উপজেলা শাখার সভাপতি ও বুলাকিপুর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল আলম সরকার (মাষ্টার),উপজেলা কৃষকলীগের সভাপতি শহিদুল ইসলাম আকাশ, ঘোড়াঘাট পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি কার্তিক চন্দ্র সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধীর কুমার সরকার, উপজেলা দূর্নীতি কমিটির সভাপতি আজাহার আলী, সাবেক এ,এস,পি বরজাহান মিয়া, উপজেলা ওসি ইন্সপেক্টর তদন্ত সরেস চন্দ্র, যুবলীগের সাধারন সম্পাদক এস,এম রবিউল ইসলাম রবি, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক স্বরুপ কুমার সাহা প্রমুখ।



মন্তব্য চালু নেই