পৌর নির্বাচনেও রায় শেখ হাসিনার পক্ষে যাবে
আসন্ন পৌরসভা নির্বাচনেও জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আস্থা রেখে; তাঁর উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের পক্ষে রায় দেবে বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।
আজ বুধবার সকালে দলীয় সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নানক এ কথা বলেন।
নানক বলেন, ভোটের মালিক জনগণ। আমাদের জনগণের ওপর পূর্ণ আস্থা আছে। তারা আবারও আমাদের প্রার্থীকে বিজয়ী করবে ইনশাআল্লাহ।
জাহাঙ্গীর কবির নানক জানান, ২৩৫টি পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত হয়েছে। প্রার্থীদের কাছে মনোনয়নের চিঠি হস্তান্তর করা হচ্ছে।
তিনি জানান, প্রার্থীদের তালিকা নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করবেন। এ সময় গণমাধ্যমেও ওই তালিকা সরবরাহ করা হবে। এর আগে গণমাধ্যমকে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে কোনো তালিকা প্রকাশ না করতে দলের পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন নানক।
প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পরিবার ও আত্মীয়-স্বজনকে প্রাধান্য দেয়া হচ্ছে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে নানক বলেন, এই অভিযোগ সত্য নয়। কলাগাছের গোড়া থেকে কলা গাছই উৎপন্ন হয়; কলাগাছের গোড়া থেকে কখনও মান্দা গাছ উৎপন্ন হয় না। যাদের প্রার্থী করা হচ্ছে তারা দলেরই লোক। তবে কোথাও যেন নেতাদের পরিবার ও আত্মীয়-স্বজনকে বাড়তি সুবিধা না দেয়া হয় সে ব্যাপারে আমাদের সতর্ক দৃষ্টি আছে।
মন্তব্য চালু নেই