সংসদ উপনেতার স্বামীর মৃত্যুতে সালথা উপজেলা পরিষদের দোয়া মাহফিল
ভাষা সৈনিক, বিশিষ্ট লেখক, সাউথ এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের চেয়ারম্যান, জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এম.পির স্বামী ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়মন আকবার চৌধুরী বাবলুর পিতা মুক্তিযোদ্ধা গোলাম আকবর চৌধুরীর মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনা করে ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের আয়োজনে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বাদ আছর উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ দোয়া-মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়াম্যান মোঃ ওয়াহিদুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার বিশ্বাস রাসেল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফারুকউজ্জামান ফকির মিয়া, যুগ্ন-সাধারন সম্পাদক শহীদুল ইসলাম খান সোহাগ, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, সালথা উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি আব্দুর রহমান, যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, সাধারন সম্পাদক বেলায়েত হোসেন, শ্রমিক লীগের সহ-সভাপতি মোঃ মনির মোল্যা, ভাওয়াল ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ মামুন মিয়া, সাধারন সম্পাদক নাজমুল হোসেন, যুগ্ন-সাধারন সম্পাদক জুবায়ের চৌধুরী কাজল প্রমূখ। দোয়া মাহফিল শেষে উপস্থিতিদের মাঝে মিষ্টি বিতরন করা হয়।
উল্লেখ্য, গোলাম আকবর চৌধুরী বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক সমস্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় গত ২৩ নভেম্বার সোমবার সকালে ইন্তেকাল করেন।
মন্তব্য চালু নেই