তারানার ডাকে ফেসবুকের সাড়া, বৈঠক আগামী সপ্তাহে
কয়েকটি ইস্যুতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে সরকারের পাঠানো চিঠির জবাব দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। ওই চিঠি পাওয়ার পর বাংলাদেশের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। আগামী সপ্তাহে বাংলাদেশের প্রতিনিধিদের সাথে বৈঠকে বসবে তারা।
মঙ্গলবার ফেসবুক কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি ইমেইল আসে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
সোমবার চিঠি পাঠানো পর একদিনের মধ্যেই এর জবাব এলো।
তারানা হালিম জানান, ফেসবুকের পলিসি অ্যাডভাইজার আমাদের ইমেইল করে জানিয়েছেন ৬ অথবা ৭ ডিসেম্বর বাংলাদেশে এসে সরকারের সঙ্গে আলোচনা করতে চায় তারা।
আলোচনার বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে তারানা হালিম বলেন, আমরা মূলত নারীর প্রতি অবমাননার বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনার কথা বলেছি। তারা বিষয়টি আমলে নিয়ে আলোচনার আগ্রহ দেখিয়েছে।
‘আমি দায়িত্ব নেওয়ার শুরু থেকেই এ বিষয়ে গুরুত্ব দিয়ে আসছি। প্রথম থেকেই বিভিন্ন মাধ্যমে ফেসবুকের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করলেও তারা সাড়া দেয়নি। এবার মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানোর পর সাড়া দিল’ বলেন প্রতিমন্ত্রী।
তিনি আরও বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর থেকে যে সব বিষয়ে উদ্যোগ নিয়েছি তার সবগুলো সম্পন্ন করার চেষ্টা করছি। আশা করি ফেসবুক বিষয়ক উদ্যোগটিও সফল হবে।’
মন্তব্য চালু নেই