পদ্মায় ধরা পড়লো ৩০ কেজি ওজনের কাতল মাছ

ফরিদপুরের পদ্মা নদীতে একজন সৌখিন মাছ শিকারির বরশিতে ধরা পড়েছে ৩০ কেজি ওজনের কাতল মাছ। ওই শিকারির নাম আসলাম শেখ।মাছটি দেখতে আশপাশের মানুষ ছুটে আসে তার বাড়িতে।

সোমবার বেলা ১১টার দিকে পদ্মা নদীর সিএন্ডবি ঘাট সংলগ্ন এলাকা থেকে মাছটি ধরা হয়।

মাছ শিকারি আসলাম শেখ জানান, প্রতিদিনই শখে পদ্মা নদীসহ বিভিন্ন জায়গায় মাছ ধরতে যাই।

তিনি বলেন, সোমবার সকাল সাড়ে ৬টায় ৫টি হুইল বরশি নিয়ে ফরিদপুর সদর উপজেলার ডিগ্রিরচর ইউনিয়নের সিএন্ডবি ঘাট সংলগ্ন এলাকায় পদ্মা নদীতে মাছ ধরতে বসি।

সকাল ৯টার দিকে একটি হুইল বরশিতে বেশ জোড়ে টান লাগে। এরপর আশপাশের দুই/তিনজনকে ডাক দিয়ে প্রায় দুই ঘন্টার চেষ্টায়মাছটি তোলা হয় । তিনি বলেন, আমার মাছ ধরা জীবনে এটাই সবচেয়ে বড় মাছ ।

আসলামের ভাগ্নে কাজী নূরুল ইসলাম বেলা সোয়া ১১টার দিকে বিশাল কাতল মাছটি নিয়ে ফরিদপুর প্রেসক্লাবে আসেন। তিনি বলেন, মাছটি তারা বিক্রি করবেন না। আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের নিয়ে একসঙ্গে খাবেন।



মন্তব্য চালু নেই