লিমনের মুক্তির দাবীতে মিছিল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ সাইফুল আলম লিমনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা অবিলম্বে প্রত্যাহারপূর্বক নিঃশর্ত মুক্তির দাবীতে ২৮ নভেম্বর চট্টগ্রাম মহানগরীর ৪১ টি ওয়ার্ডে একযোগে মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগ।

সমাবেশে বক্তারা ওয়ান ইলেভেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারের সময় সাইফুল আলম লিমনের বিভিন্ন সাহসী কর্মকাণ্ডের কথা স্মরণ করেন।

সাবেক এ কেন্দ্রীয় ছাত্রনেতাকে নিয়ে আর কোন ষড়যন্ত্র হলে বীর চট্টলার আপামর ছাত্র ও যুবসমাজ এর দাঁতভাঙ্গা জবাব দিবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা। সংবাদ মাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে দায়েরকৃত মামলাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক উল্লেখ করে অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তি দাবী করা হয়।



মন্তব্য চালু নেই