বিপিএলের চট্টগ্রাম পর্বের সময়সূচি

বিপিএলের তৃতীয় আসর মাঠে গড়িয়েছে ২২ নভেম্বর। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ছয়দিন চলে জমজমাট ক্রিকেটীয় লড়াই।
ছয়দিনের লড়াই শেষে ৪ ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৫ ম্যাচ থেকে সমসংখ্যক পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রংপুর রাইডার্স।
ইতিমধ্যে ঢাকা পর্বের খেলা শেষ হয়েছে। ৩০ নভেম্বর দুপুর ২টা থেকে মাঠে গড়াবে বিপিএলের চট্টগ্রাম পর্ব। ৩০ থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত সেখানে লড়বে দলগুলো।
চারদিনে সেখানে ৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দিনের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ২টায়। আর দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। চলুন দেখে নেওয়া যাক বিপিএলের চট্টগ্রাম পর্বের সময়সূচি।
দ্বিতীয় পর্ব- ভেন্যু চট্টগ্রাম
তারিখ মুখোমুখি সময়
৩০ নভেম্বর বরিশাল বুলস-চিটাগাং ভাইকিংস বেলা ২টা
কুমিল্লা ভিক্টোরিয়ান্স-সিলেট সুপার স্টার্স সন্ধ্যা ৬.৩০টা
১ ডিসেম্বর রংপুর রাইডার্স-চিটাগাং ভাইকিংস বেলা ২টা
বরিশাল বুলস-ঢাকা ডায়নামাইটস সন্ধ্যা ৬.৩০টা
২ ডিসেম্বর কুমিল্লা ভিক্টোরিয়ান্স-ঢাকা ডায়নামাইটস বেলা ২টা
সিলেট সুপার স্টার্স-চিটাগাং ভাইকিংস সন্ধ্যা ৬.৩০টা
৩ ডিসেম্বর রংপুর রাইডার্স-বরিশাল বুলস বেলা ২টা।
মন্তব্য চালু নেই