পরীমনি এবার নায়িকা থেকে গায়িকা!

ঢাকা চলচ্চিত্র জগতের বর্তমান সময়ের ব্যস্ততম নায়িকা পরীমনিকে এবার অভিনয়ের বাইরে দেখা যাবে ভিন্নরূপে। এবার আরও একটি নতুন পরিচয়ে অভিষেকের অপেক্ষায় আছেন তিনি।

শাহ আলম মণ্ডলের পরিচালনায় নতুন একটি সিনেমায় গান গাইবেন তিনি। নায়িকা থেকে এবার গায়িকা হওয়ার পথ চলা শুরু পরীমনির।

নতুন ছবিতে গান গাওয়া প্রসঙ্গে পরীমনি বলেন, শাহ আলম মণ্ডল আমার গুরুজন। উনি আমার ওপর ভরসা করছেন বলেই, হয়তো গান গাইতে বলেছেন তার এই নতুন ছবির জন্য। আমি আমার সাধ্যমতো গাওয়ার চেষ্টা করব। আমি এখন টাঙ্গাইলে আছি, ফিরে এসে গানটি নিয়ে মণ্ডল ভাইয়ের সঙ্গে বসবো। আশা করছি, ভালো কিছু হবে।

পরিচালক শাহ আলম মণ্ডলের নতুন এ ছবির নাম ‘আমি গুম হব’। তিনি জানান, এ ছবিতে নায়িকা নিজে নিজে গুম হবে বলে এ নামটি রাখা হয়েছে। আর এই ছবির নায়ক এখনও ঠিক করা হয়নি। তবে খুব শিগগিরই এই ছবির মহরৎ শুরু হবে।



মন্তব্য চালু নেই