রানিশংকৈল নেকমরদের মাদক’সম্রাট মুক্তারুল আটক
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় ২৭ নভেম্বর শুক্রবার বিকালে নেকমরদ টাওয়ার পাড়ার আজিজুলের হকের পুত্র কু-খ্যাত মাদক ব্যবসায়ী মুক্তারুল(৩৩)কে গোপন সংবাদের ভিক্তিতে ১১ বোতল ফেন্সিডিল সহ এস আই আব্বাস আটক করে ।
জানা যায়, এ সময় তার কাছে ৯টি মোবাইল সিম ও একটি ধারালো দা এবং মোটর সাইকেল সহ গাজার পুরিয়া পাওয়া গেছে। বিষয়টি এলাকায় চান্চল্য সৃস্টি করে।থানা অফিসার ইনচাজ্ রেজাউল করিম এর সত্যতা নিশ্চত করেন ।
মন্তব্য চালু নেই