রাজনৈতিক তর্ক-বিতর্ক সম্পর্ককে হালকা করে

রাজনৈতিক বিষয় নিয়ে তর্ক বিতর্ক আমাদের দেশে নতুন নয়। গ্রামে গঞ্জে চায়ের আড্ডায় রীতিমতো ঝড় বয়ে যায়। কিন্তু ঘুমানোর সময় দম্পতিদের মধ্যে রাজনৈতিক তর্কযুদ্ধ ভালোবাসার সম্পর্কে কতটুকু প্রভাব ফেলে? এ নিয়ে সম্প্রতি একটি গবেষণাও হয়েছে। এতে দেখা যায়, রাজনীতি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তর্ক-বিতর্ক হলে তাতে তাদের সম্পর্কে ভাটা পড়ে।

সম্পর্ক বিশেষজ্ঞ জোয়ান বার্নার্ড বলেন, জরিপে অংশগ্রহণকারী ৭৭ শতাংশ গঠনমূলক রাজনৈতিক আলোচনা পছন্দ করেন। ১৭ শতাংশ আছেন যারা এই বিষয়ে আলোচনা পছন্দ করেন না।

জরিপে দেখা যায়, পুরুষের চেয়ে নারীরা রাজনীতি নিয়ে সচেতন বেশি। রাজনৈতিক দলে অন্তর্ভুক্তি কতটা গুরুত্বপূর্ণ এ রকম প্রশ্নের জবাবে ২০ শতাংশ নারী খুব গুরুত্বপূর্ণ বা গুরুত্বপূর্ণ বলে মতামত দিয়েছেন।

অল্পবয়সী যেসব দম্পতি রাজনীতির সাথে জড়িত তারা অপেক্ষাকৃত খোলা মনের হন। যেসব দম্পতির বয়স ১৮ থেকে ২৪ তারা রাজনীতি বিষয়ে আলোচনা করতে পছন্দ করে বেশি।

গবেষণায় বলা হয়, জরিপে অংশগ্রহণকারী ২৪ এর চেয়ে বেশি বয়সী ২০ শতাংশ ব্যক্তি পছন্দের মানুষের সাথে রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলতে পছন্দ করেন।

১৮ থেকে ২৪ বছর বয়সী ২০ শতাংশ পুরুষ তাদের রাজনৈতিক মতাদর্শ বদলান নির্দিষ্ট কারো দ্বারা প্রভাবিত হয়ে। ৭৫ শতাংশ রাজনৈতিক মতাদর্শ মিলে এ রকম কারো সাথেই সম্পর্ক করেন।



মন্তব্য চালু নেই