শাহরুখ-ঐশ্বর্য রোম্যান্স ফের অনস্ক্রিন?
মহব্বতে’ বা ‘দেবদাস’ ছবিতে শাহরুখ ঐশ্বর্যর ফাটাফাটি কেমিস্ট্রি মনে আছে? শোনা যাচ্ছে ১২ বছর পর নাকি আবার দুজনকে একসঙ্গে দেখা যাবে,এইবার রোহিত শেট্টির অ্যাকশন কমেডি তে |
‘চেন্নাই এক্সপ্রেস’ করার পর থেকেই পরিচালক রোহিত শেট্টি আর শাহরুখের গভীর বন্ধুত্ব |মাঝে শোনা যাচ্ছিল রোহিত আর শাহরুখ নাকি ৯ টা ছবিতে একসঙ্গে কাজ করবেন | এইসব গুজবের অবসান ঘটিয়ে পরিচালকমশাই নিজেই জানিয়েছেন উনি আপাতত বাদশার সঙ্গে আর একটা ছবিতে কাজ করছেন | যদিও শাহরুখের বিপরীতে কোন নায়িকা থাকবেন তা কিন্তু উনি এখনও জানাননি | কিন্তু তারপরেই রোহিতকে ঐশ্বর্যের সঙ্গে মিটিং করতে দেখা গেছে | তাই সবাই ধরে নিচ্ছে রোহিত ওঁর ছবিতে শাহরুখের সঙ্গে ঐশ্বর্যকে চাইছেন | ছবির প্রি প্রোডাকশন শুরু হয়ে গেছে আর শ্যুটিং শুরু হবে পরের বছর |
রোহিত ১২ বছর পর আবার এই হিট জুটিকে একসঙ্গে আনতে পারবেন কি না তা জানা যাবে আর কিছুদিন পর |
মন্তব্য চালু নেই