‘নারীদের অগ্রনী ভূমিকায় দেশ এগিয়ে যাচ্ছে’

বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদ কর্তৃক অনুমোদিত ২০১৪-২০১৫ অর্থ বছরের জন্য নিবন্ধনকৃত সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবী মহিলা সমিতিসমুহের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

রবিবার সকালে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে শহীদ শাসুদ্দিন সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে অনুদানের চেক বিতরণ করেন সিরাজগঞ্জ পাবনা সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না। প্রধান অতিথি চেক বিতরণ পূর্ব তার বক্তব্যে বলেন অনুদানের অর্থ সমাজের সুবিধা বঞ্চিত নারীদের কল্যানে ব্যায় করতে হবে। আমরা ভাল কাজের মূল্যায়ন অবশ্যই করি।

যে সকল সমিতি সমাজে ভালকাজে অবদান রাখবে তাদের কে আমরা অধিক অনুদান দেব। আপনাদের সহযোগিতা নিয়ে আমি নারী উন্নয়নে কাজ করছি। জন নেত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বে নারীদের অগ্রনী ভুমিকায় দেশ এগিয়ে যাচ্ছে। চেক বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ বিল্লাল হোসেন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিসেস লায়লা নার্গিস বেগম। অন্যান্যদের মধ্যে জাগরণী মহিলা কল্যান সংস্থার নির্বাহী পরিচালক ফারজানা সিদ্দিকা, পিডাব্লিউডি‘র নির্বাহী পরিচালক হুসনে আরা জলি প্রমূখ বক্তব্য রাখেন।

চেকবিতরন অনুষ্ঠানে ৩ক্যাটাগরিতে ১শ ৯টি সমিতির মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়। এ সময় নারী নেত্রী এ্যাডভোকেট শামীমা ইয়াসমিন রিমা, আয়শা নার্গিস এ্যামিলি, হাসিনা ভানু রুমা,অঙ্কুর মহিলা সমিতির নির্বাহী পরিচালক নিয়াজী সুলতানা, রূপায়ন মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আইরিন পারভিন, বন্ধন মহিলা সংস্থার নির্বাহী পরিচালক সাজেদা আকন্দ, নারী জাগরণ মহিলা সংস্থার নির্বাহী পরিচালক রাশেদা বেগম, মল্লিকা মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শিরিন ফেরদৌসি পারভিন সুমিসহ নিবন্ধনকৃত বিভিন্ন সমিতির নির্বাহী পরিচালকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের সুপারভাইজার বাবুল আখতার।



মন্তব্য চালু নেই