বিনা প্রতিযোগিতায় অস্কারে
৮৭তম একাডেমি অ্যাওয়ার্ডের (অস্কার) বিদেশি ভাষার চলচ্চিত্র প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বাংলাদেশ থেকে মনোনীত হয়েছে ‘জোনাকীর আলো’ চলচ্চিত্রটি। বিনা প্রতিযোগিতায় এ চলচ্চিত্রটি এবার অস্কারে যাচ্ছে। ২৫ সেপ্টেম্বর দুপুরে ঢাকার স্থানীয় একটি হোটেলে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়।
কমিটির চেয়ারম্যান হাবিবুর রহমান খান বলেন ,’এবার আমাদের কাছে একটি মাত্র চলচ্চিত্র জমা পড়েছিলো। তাই এ ছবিটি আমরা পাঠাচ্ছি। আমাদের স্বপ্ন একদিন বাংলাদেশের চলচ্চিত্রও অস্কার জয় করবে। সে স্বপ্ন নিয়েই প্রতিবছর অস্কারে ছবি পাঠাচ্ছি আমরা।’
এ সময় আরো উপস্থিত ছিলেন আবু মুসা দেবু, প্রফেসর সেলিম ও রোকেয়া প্রাচী।
ইমপ্রেস টেলিফিল্ম লি. প্রযোজিত ‘জোনাকীর আলো’ পরিচালনা করেছেন খালিদ মাহমুদ মিঠু। এ চলচ্চিত্রে অভিনয় করেছেন ইমন, বিদ্যা সিনহা মিম, কল্যাণ, দিতি, তারিক আনাম খান, মিতা চৌধুরী, মাসুদ আলী খান, আনিস, শামস সুমন, পুতুল, গাজী রাকায়েত, মৃনাল দত্ত প্রমুখ।
মন্তব্য চালু নেই