গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ প্রিমিয়ার লীগে বিজয়ী ’darring Davidson’

গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ প্রিমিয়ার লীগ (জিএমপিএল)২০১৫ এর ফাইনাল সম্পন্ন হয়েছে। ফাইনালে ‘guytonglacticos’ কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ’darring Davidson শুক্রবার দুপুর ২.৩০টায় ‘’darring Davidson ’ টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়।’

’darring Davidson ১৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬২ রান সংগ্রহ করে।জবাবে ব্যাটে নেমে প্রতিপক্ষ gytonglacticos’ ‘ ১৬ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৮৯রান। ফাইনালে ম্যান অফ দ্যা ম্যাচ হন ’darring Davidson এররাব্বি ।

ম্যান অফ দ্যা টুর্নামেন্ট বিজয়ী হন ১৭ তম ব্যাচের সুমন ।

খেলায় বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন সন্ধানী গণস্বাস্থ্য মেডিকেল কলেজ ইউনিট এর প্রাক্তন সভাপতি , ডাঃ মনিরুজ্জামান মারুফ মেডিসিন ক্লাবের প্রাক্তন সভাপতি ডাঃ তাসনুভা আফরিন এবং ইন্টার্নী চিকিৎসক পরিষদের সভাপতি ডাঃ ইয়াসিন শরীফ সহ প্রমুখ ।

খেলার আয়োজনে ছিল গণস্বাস্থ্য সমাজভিত্তিক কলেজ ১৪ তম ব্যাচের আবুল বাসার রনি ,১৫ তম ব্যাচের আমিনুল ইসলাম শিমুল এবং রকিবুল ইসলাম ।

টুর্নামেন্টের স্পন্সর ছিল গণস্বাস্থ্য ইউনিটের ইন্টার্নী চিকিৎসক পরিষদ ও মমতা ক্লিনিক- খুলনা সদর ।



মন্তব্য চালু নেই