রোনালদোর এ কী হাল!

ক্রিস্টিয়ানো রোনালদোকে চেনেন না এমন ফুটবলপ্রেমীর সংখ্যা কমই আছে। কিন্তু এই ছবি দেখলে তাকে চিনতে একটু কষ্টই হবে। মুখে ও শরীরে স্পা-এর উপাদান মাখিয়ে সেলফি তুলেছেন। আর সেটা শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

দারুণ ব্যস্ত সময়ের জন্য নিজেকেই নিজে সময় দিতে পারেন না। তাই একটু অবসরে স্পা নেন। আর সেটা নেওয়ার সময় ছবি তুলে সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। ক্যাপশন লিখেন ‘ফানি মোমেন্ট’।

রোনালদোর দল পর্তুগাল ইউরো ২০১৬ এর মূলপর্ব নিশ্চিত করেছে। তাই রাশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে তাকে দলে রাখেননি পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস।

সম্প্রতি রোনালদোকে নিয়ে নির্মিত সিনেমা মুক্তি পেয়েছে। সেটার প্রচারণা নিয়ে কয়েকদিন বেশ ব্যস্ত ছিলেন।



মন্তব্য চালু নেই