মাকে জয়ার আবেগঘন পঙ্‌ক্তিমালা

আবেগঘন পংক্তিমালার মাধ্যমে মাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। জয়ার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে তার লেখা পংক্তিমালা ও কয়েকটি ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি।

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে তিনি লিখেন- ‘মা তুমি তো শালিক পাখি…সকাল দুপর সন্ধ্যা রাত্রি ঘুরে বেড়াও আমার বুকের ভেতর। মা আমার জীবন ধব্বনি তোমার কণ্ঠ হতে নির্গত হয় কেউ জানে না। কেউ বোঝে না। শুধু আমি জানি আর জানে নীল আকাশের ওই তারারা…’

joya

আজ রোববার (১৫ নভেম্বর) জয়ার মা রেহানা মাসউদের জন্মদিন। মাকে শুভেচ্ছা জানাতে গিয়ে আবেগঘন এ কথাগুলো লিখেন জনপ্রিয় এই অভিনেত্রী।

সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন জয়া। ইতোমধ্যে সাইফুল ইসলাম মাননু পরিচালিত ‘পুত্র’ সিনেমার শুটিং শুরু হয়েছে। মাহমুদ দিদারের ‘বিউটি সার্কাস’র শুটিংও খুব শিগগিরি শুরু হবে। মুক্তির অপেক্ষায় রয়েছে সাফিউদ্দিন সাফির ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি টু’।

সম্প্রতি ওপার বাংলায় মুক্তি পেয়েছে সৃজিত মুখার্জির ‘রাজকাহিনী’ সিনেমাটি। এ সিনেমা মুক্তির পর সমালোচনার মুখে পড়েন এ অভিনেত্রী।



মন্তব্য চালু নেই