বামন মডেলকে বিয়ের জন্য তোলপাড় সোশ্যাল মিডিয়ায়
ক্যারিনা লেমোস। একজন মডেল। একটি মেয়ে চেষ্টা করলে মডেল হতেই পারে। তাতে কি? হ্যা ঠিক আছে তবে ক্যারিনা কিন্তু সাধারণ মডেল নন। তিনি একজন বামন। কী শুনে আশ্চর্য হচ্ছেন তো? হ্যা তিনি বামন হলেও অনেক জনপ্রিয় মডেল। তার ইন্সট্রাগ্রামের ফলোয়ার প্রায় ৩৫ হাজার। এবার বুঝতে পারছেনতো তার জনপ্রিয়তার পারদ কত উচ্চতায় উঠেছে।
এই মুহূর্তে এই সুপার মডেল বিশ্বের সেক্সি বামনের উপাধি পেয়েছে। ৪ ফুট ত ইঞ্চি উচ্চতার এই বামন মডেলকে প্রায়ই দেখা যায় ব্রাজিলের একটি টিভি চ্যানেলে। সেখানে তিনি গ্যাঙনাম স্টা্ইলে নাচেন ও অভিনয় করেন। আবার করেন মডেলিংও।
একজন বামন হয়েও তিনি জীবনের সব ইচ্ছাই পূর্ণ করতে পেরেছেন। এতে ক্যারিনা লেমোস ভীষণ খুশি। তিনি জানান, “পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ আমার কাজে প্রশংসা করেন। অনেকে তো ভালবেসে প্রোপজও করেছেন, “Will You Marry Me?”
মন্তব্য চালু নেই