‘সালমানকে নিয়ে কথা বললে রণবীরকে আপমান করা হয়’

তাদের পুরনো সে সম্পর্কে ছেদ পরেছে অনেক আগেই। তারপরও তাদের নিয়ে জল্পনা-কল্পনার অবসান নেই। সুযোগ পেলে অনেকেই তাদের পুরনো রসায়ন সামনে আনার চেষ্টা করেন। পাঠক বলছি সালমান খান আর ক্যাটরিনার কথা। তবে ক্যাটরিনা এবার সাফ জানিয়ে দিলেন সালমান কিংবা তার পরিবার সম্পর্কে কোন ধরনের কথাই বলতে চান না।

কারণ হিসেবে এ বলিউড গার্ল মনে করেন, পুরনো সম্পর্ক নিয়ে কথা বলা মানেই বর্তমান সম্পর্কে আপমান করা। তাই বর্তমানে নিজেকে সালমানের বলয় থেকে দূরে রাখতে চান তিনি। কিন্তু এত কিছুর পরও সালমানের প্রশংসার ফুলঝুরি তার মুখে লেগেই থাকে। তিনি বলেন, ‘সালমান খুব ভালো মনের মানুষ। তার পরিবার সবসময়ই আমাকে তাদের মেয়ের মত ভালোবেসেছে।’

সালমানের হাত ধরেই বলিউডে পা রাখেন ক্যাটরিনা। তবে সালমানের সঙ্গে তাদের সে সম্পর্ক বেশিদিন টেকেনি। বর্তমানে রণবীরের সঙ্গেই প্রেমে মজেছেন ক্যাট। সূত্রের বরাত দিয়ে এও শোনা যাচ্ছে , ২০১৬তে তারা সাতপাকে বাঁধা পরতে পারেন।



মন্তব্য চালু নেই