মিঠাপুকুরে সাংবাদিক শাহ্ মোহাম্মদ নূরুল ইসলাম এর ১৪তম মৃত্যু বার্ষিকী পালিত

বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষাবিদ অধ্যাপক শাহ্ মোহাম্মদ নূরুল ইসলাম এর ১৪ তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার তার পরিবারের পক্ষ থেকে মরহুমের বাসভবন মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দের খোর্দ্দ মুরাদপুর গ্রামে এ উপলক্ষে কোরআনখানি, কাঙ্গালী ভোজ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে সাংবাদিক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উলে¬খ্য যে, ১৯৬৯ইং এ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে স্নাতোক্তর ডিগ্রি লাভের পর বিভিন্ন স্কুল ও কলেজ প্রতিষ্ঠা ও প্রধানের দায়িত্ব পালন সহ সাংবাদিকতা পেশায় সম্পৃক্ত ছিল। এছাড়া তার লেখা কলাম গুলো দৈনিক ইত্তেফাক, দৈনিক সংগ্রাম, দৈনিক ইনকিলাব, বাংলাদেশ অবজারর্ভাব, দি নিউনেশন সহ বিভিন্ন জাতীয় দৈনিকে গুরুত্বসহকারে প্রকাশিত হয়।

সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায় বেগম নুরুন্নাহার তর্কবাগীশ ডিগ্রী মহাবিদ্যালয়ে অধ্যক্ষ হিসেবে কর্মরত থাকা অবস্থায় ২০০১ সালের ১৩ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।



মন্তব্য চালু নেই